এশিয়া কাপ সুপার ফোরে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচের আগের প্রেস কনফারেন্সে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষের নাম একবারও উচ্চারণ করেননি, তবে ১৪০ কোটি ভারতীয়কে প্রতিশ্রুতি দিয়েছেন একটি ‘ফ্যান্টাস্টিক সানডে’র। গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। তবে ম্যাচটি বেশি আলোচিত হয়েছিল ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক নিয়ে। এবার আবারও পাকিস্তানের বিপক্ষে নামার আগে সূর্য বলেন, ‘আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। শেষ কয়েকটি ম্যাচে আমরা ভালো অভ্যাস তৈরি করেছি। প্রতিটি ম্যাচ নতুনভাবে শুরু করতে হবে। যে ভালো খেলবে, তারাই জিতবে। ’ বড় ম্যাচের আগে বাইরের ‘শব্দ’ বা চাপ এড়িয়ে চলার কৌশলও জানিয়েছেন সূর্য। তার ভাষায়, ‘নিজের রুমে যান, ফোন বন্ধ করুন আর ঘুমান। ’ তিনি আরও বলেন, ‘আমরা বেশি কিছু ভাবি না। তিনটি ম্যাচ খেলেছি, তিনটি জিতেছি—প্রত্যেকটা সমান উপভোগ্য ছিল। ওমানের...