সোনালি আভায় ঝলমল করে উঠলেন অভিনেত্রী সারিকা সাবাহ। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে তাকে দেখা গেল একেবারে রাজকীয় সাজে, যেখানে শাড়ি থেকে শুরু করে গয়না ও মেকআপ-সবখানেই ফুটে উঠেছে সোনালি ছোঁয়া। ছবি: সারিকার ইনস্টাগ্রাম থেকে ন্যুড টোনের সিল্ক ফেব্রিকের শাড়িটি যেন পুরো লুকের কেন্দ্রবিন্দু। বর্ডারজুড়ে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ এনে দিয়েছে আভিজাত্য। নিখুঁত ড্রেপিং সারিকার ফিগারকে করেছে আরও আকর্ষণীয়। সঙ্গে ছিল ডিপনেক ব্লাউজ, যা সোনালি জরির কারুকাজে ঝলমলে হয়ে উঠেছে। ব্লাউজের ব্যাকলেস কাটে পার্ল ডিটেইলস ছিল নিঃসন্দেহে নজরকাড়া সংযোজন। চুল টেনে বাঁধা স্লিক খোঁপায় সাদা গাজরা এনে দিয়েছে শুদ্ধতার ছোঁয়া। হাতে হালকা চুড়ি ও আংটির সঙ্গে মানানসই স্টেটমেন্ট...