২০২৪-২০২৫ মৌসুমও হতাশাজনক অবস্থানে থেকে শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুমের শুরুতেও ভালো কিছুর আভাস দিতে পারলো না রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম চার ম্যাচের মাত্র একটি জিতেছে তারা। এতে ক্লাবের ভেতর বিরাজ করছে চরম অস্বস্তি। সর্বশেষ ম্যানচেস্টার ডার্বিতে ইতিহাদ স্টেডিয়ামে পরাজয়ের পর ম্যানইউ শিবিরে অশান্ত এক সপ্তাহ কেটেছে। বৃহস্পতিবার ক্লাবের অন্যতম মালিক স্যার জিম র্যাটক্লিফ হেলিকপ্টারে করে ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে গিয়েছিলেন। যদিও ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো জরুরি বৈঠক নয়, বরং আগে থেকেই পরিকল্পিত সফর। এদিকে কোচ রুবেন আমোরিমের কৌশলেরও তীক্ষ্ম সমালোচনা হচ্ছে। প্রতিটি ম্যাচেই ৩-৪-৩-১ ফরমেশনে খেলাচ্ছেন তিনি। কেউ কেউ তাকে এই কৌশল থেকে সরে আসার পরামর্শও দিয়েছেন। তবে আমোরিম বলেছেন, এই ফরমেশন পরিবর্তন করাতে পোপও (খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় নেতাকে পোপ বলা হয়) তাকে রাজি করাতে...