শর্টফিল্ম, মিউজিক্যাল ফিল্ম এবং ডকুফিল্ম প্রকাশ ও প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলো হোম থিয়েটার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ফিল্ম আর্কাইভে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। উদ্বোধনী আয়োজনে এই থিয়েটারে মুক্তি পেয়েছে শর্টফিল্ম ‘নারী, তুমি আওয়াজ তোলো’। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন সমু চৌধুরী, প্রহেলিকা, মাহি প্রমুখ। উদ্বোধনী শর্টফিল্মে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি অসামাজিক আচরণ, খারাপ ব্যবহারসহ বিভিন্ন ধরণের অসংগতি, অবিচার ও বৈষম্যের বাস্তবতা। চলচ্চিত্রটি নারীর কণ্ঠস্বরকে আরও জোরালো করে তুলতে এবং সমষ্টিগত সচেতনতা গড়ে তুলতে নির্মিত হয়েছে। এমনটাই জানান নির্মাতা জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে একটি শিশুবিষয়ক মিউজিক্যাল ফিল্ম দেখানো হয়। ভালো মানুষ হওয়ার নানা বার্তা শিশুদের মাঝে ছড়িয়ে দেবে-এমন দৃশ্যই উঠে এসেছে মিউজিক্যাল ফিল্মটিতে। হোম থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিম, ডিরেক্টরস...