ঢাকা: আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) ঘটতে যাচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ, যা আশিংকভাবে দেখা যাবে। তবে এই মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ থেকে দেখা যাবে না।সূর্যগ্রহণ ঘটে তখনই, যখন চাঁদ তার পরিভ্রমণ পথে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে। এ সময় পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সাধারণত অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ধরনের ঘটনা ঘটে।সূর্য গ্রহণের বাংলাদেশ সময়আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে, এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। এই মহাজাগতিক ঘটনার মোট স্থায়িত্বকাল হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।কোথা থেকে...