আফগানিস্তানের তারকা লেগস্পিনার ও অধিনায়ক রশিদ খান গত এক দশকে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা স্পিনারদের কাতারে। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে তার পারফরম্যান্স এবং মাঠের বাইরের কিছু মন্তব্য ঘিরে প্রায়ই সমালোচনার মুখ পড়েন। অনেক সময় তার কর্মকান্ড বিনোদনের খোরাক হয়ে দাঁড়াচ্ছে দর্শকের কাছে। প্রশ্ন জাগে, রশিদ কি তবে নিজের কাজের থেকে কথায় বড় হয়ে উঠছেন? এশিয়া কাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে রশিদ দাবি করেছিলেন, ভারতের পর আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল। বাস্তবে অবশ্য সেই দাবি ফাঁকা বুলি হিসেবেই দেখা গেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে আফগানদের। অথচ বাংলাদেশ ম্যাচ নিয়ে পরবর্তীতে আক্ষেপ ঝরিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে চেয়েছেন রশিদ। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে গত বৃহস্পতিবার ম্যাচে মজার এক ঘটনা ঘটে রশিদের সঙ্গে। নুয়ান থুসারার করা...