দলীয়করণ হয়ে যাওয়া প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। নির্বাচন করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) এক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আজ শনিবার সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলামীর কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ করার, অথচ জাপা কখনই তাদের নিয়ে এমন কোনো মন্তব্য করেনি। জাপা কখনো কোনো রাজনৈতিক হত্যার সঙ্গে জড়িত ছিল না। বিএনপি-জামায়াত সংসদে থাকা অবস্থায় সংবিধান থেকে তত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, তখন তো তারা সংসদ থেকে রিজাইন করেনি। দোষ শুধু জাপার? ২০১৪ সালে নির্বাচিত সরকারের অধীনে সকল স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে সব দল। তারা ওই সরকারকে বৈধতা দিয়েছে। জাপাকে যে দোষ দেওয়া হচ্ছে সেই দোষে দুষ্ট বিএনপিসহ অন্যান্য দল। আনিসুল...