পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার রাতেই সানসিল্কের আমন্ত্রণে বাংলাদেশে আসেন এই অভিনেত্রী। ঢাকায় পৌঁছার পরই তিনি ফেসবুকে বাংলায় লেখেন, ‘আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ আরেকটি পোস্টে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার সঙ্গে ভালোবাসার ইমোজি যুক্ত করেন। তার এসব পোস্ট মনে ধরেছে বাংলাদেশি নেটিজেনদের। সবাই উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছায় স্বাগত জানান পাকিস্তানের অভিনেত্রীকে। এদিকে শুক্রবার সকালে পুরান ঢাকার বিখ্যাত নবাববাড়ি আহসান মঞ্জিলে ঘুরতে যান হানিয়া। এসময় তার সঙ্গে ছিলেন নবাববাড়ির মেয়ে নামিরা নাঈম। তিনি চিত্রনায়ক নাঈম ও নায়িকা শাবনাজ দম্পতির বড় মেয়ে। নবাববাড়ির মেয়ে নামিরা এই পরিচয় জানার পর হানিয়া বেশ চমকিত হন। চুটিয়ে আড্ডা দেন দুজনে। রাফসান দ্য ছোটভাইয়ের আমন্ত্রণে ছোট বোনকে নিয়ে আহসান মঞ্জিলে নামিরা নামিরা জানান, একটি শুটিংয়ের জন্য শুক্রবার ভোর সাড়ে ৫টায় আহসান মঞ্জিলে...