ওমানের বিপক্ষে সুরিয়াকুমার ইয়াদাভের ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ভারত অধিনায়কের এমন ভাবনা নিয়ে ভিন্ন মত দিয়েছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার ও রোহান গাভাস্কার, সম্পর্কে যারা বাবা-ছেলে। এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভারতের জন্য ছিল একরকম নিয়মরক্ষার। লড়াইয়ের আগের দিন দলকে বিভিন্ন পরামর্শ দেন সুনিল গাভাস্কার। যার মধ্যে একটি ছিল সুরিয়াকুমারকে নিচে ব্যাটিং করা। সেই পথেই হাঁটে ভারত। দুবাইয়ে শুক্রবারের ম্যাচটিতে দল ৮ উইকেট হারালেও অন্যদের সুযোগ দিতে ব্যাটিংয়েই নামেননি দলের টপ অর্ডার ব্যাটসম্যান সুরিয়াকুমার। ১৮৮ রানের পুঁজি গড়ে ম্যাচটি ২১ রানে জেতে শিরোপাধারীরা। সুরিয়াকুমারের এই সিদ্ধান্ত মনে ধরেছে সুনিল গাভাস্কারের। সনি স্পোর্টসে আলাপকালে উত্তরসূরির প্রশংসা করেছেন ভারতের ব্যাটিং...