খুবই গুরুতর এক স্বাস্থ্যগত জরুরি অবস্থা হার্ট অ্যাটাক। হার্টে রক্ত প্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে রক্ত জমাট বেঁধে যায়, যা রক্তনালির পথ আটকে দেয়। ফলে হার্ট ঠিকভাবে কাজ করতে না পারার কারণে হার্ট অ্যাটাক হয়। পর্যাপ্ত রক্ত না পেলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে হার্ট। ফলে হার্ট অ্যাটাকের বিভিন্ন লক্ষণ জানা এবং তাড়াতাড়ি চিকিৎসা নেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ হার্ট অ্যাটাক ঘটে করোনারি হার্ট ডিজিজের কারণে। এ সময় চর্বিওয়ালা পদার্থ হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালিতে এসে জমে। চর্বির এমন জমে যাওয়াকে বলে ‘প্লাক’। এসব প্লাক ফেটে গেলে সেখানে রক্ত জমাট বেঁধে একটি দলা তৈরি করে, যা রক্ত চলাচল বন্ধ করে দেয়। এ কারণে হার্টে রক্ত পৌঁছায় না। আর তাতেই হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ বিভিন্ন লক্ষণের মধ্যে একটি হচ্ছে...