সংস্কৃতি একটি সমাজের প্রাণ। এটি মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে।ব্যক্তিকে সামাজিক করে তালে এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। সংস্কৃতি মানুষের পরিচয় তৈরি করে, তাদের আচরণ নিয়ন্ত্রণ করে এবং সমাজবদ্ধ জীবনযাপনকে সহজ করে। সংস্কৃতি একজন ব্যক্তিকে মানুষ হিসেবে গড়ে তোলে এবং যথার্থ সামাজিক করে তোলে। মানুষের বোধ, বুদ্ধি, বিবেক ও বিবেচনা সংস্কৃতির মাধ্যমেই গড়ে ওঠে। একটা জাতি কতটা সভ্য বা উন্নত সেটির পরিমাপ দেয় সংস্কৃতি। সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ‘একটি সভ্যতা ধারণ করে, বয়ে নিয়ে চলে’। বাংলাদেশের সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য রয়েছে। বাংলার সংস্কৃতিই আমাদের পরিচয় করিয়ে দেয় আমরা বাংলাদেশি। বাংলাদেশের সংস্কৃতির ইতিহাস হাজার বছরের পুরনো। সুজলা-সুফলা, শস্যশ্যামলা বাংলায় বিচিত্র মানুষ বিচিত্রভাবে বসবাস করে এটাও এ দেশের সংস্কৃতি। এখানে বাস করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্টানসহ আরও অনেক জাতি। এখানে...