বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্কার ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। যেন তেন নির্বাচন বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলে নিপতিত করবে। শনিবার (২০ সেপ্টেম্বর) সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রাম বৈঠক, উঠান বৈঠক, পথসভায় তিনি এসব কথা বলেন। ডা. মানিক বলেন, দীর্ঘ সময় পর্যন্ত এদেশের জনগন সুশাসন, ভোটাধিকার এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত। অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছিল তারা তাদের প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার...