গাজীপুর জেলার একটি ঐতিহ্যবাহী জনপদ কাপাসিয়া। এ অঞ্চলের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ হলেও উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাপাসিয়া এখনো অনেক পিছিয়ে। শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের পর্যাপ্ত সুযোগ না থাকায় এখানকার তরুণরা কর্মসংস্থান থেকে বঞ্চিত। ফলে তারা রাজধানীমুখী হচ্ছেন কিংবা প্রবাসে পাড়ি দিচ্ছেন। অথচ কাপাসিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, নদ-নদী ও ঐতিহাসিক স্থাপনাকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তোলা হলে বেকারত্ব দূরীকরণের একটি বড় সমাধান সম্ভব। ঐতিহাসিকভাবে কাপাসিয়া সমৃদ্ধ। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গজারি গড়, জমিদার বাড়ি, পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির শুধু ইতিহাসের সাক্ষ্যই বহন করছে না বরং পর্যটনের জন্য বিশেষ আকর্ষণীয় হতে পারে। এসব ঐতিহ্যবাহী স্থাপনাকে সংরক্ষণ করে জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র কিংবা পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হলে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে। পর্যটকেরা স্থানগুলো ঘুরতে এলে স্থানীয়...