পেছনের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি পূরণের কোনো আভাস নেই। উল্টো দিনে দিনে যেন আরও খারাপ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের পথচলা। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে কোচ হুবেন অ্যামুরির ওপর। এমতাবস্থায় তিনি কি বদলে ফেলবেন তার বিতর্কিত ফরমেশন? প্রশ্ন শুনেই পর্তুগিজ কোচ জানিয়ে দিলেন, কখনোই নয়। যে কৌশলে সাবেক ক্লাব স্পোর্তিং লিসবনে দুর্দান্ত সব সাফল্য পেয়েছেন, নজর কেড়েছেন ইউনাইটেডের কর্তাদের, সেই কৌশলে এখানেও সাফল্য মিলবে-দৃঢ় বিশ্বাস অ্যামুরির। তাইতো জোর দিয়ে বললেন, এমনকি পোপ নিজেও কৌশল বদলানোর জন্য আমাকে রাজি করাতে পারবেন না। প্রিমিয়ার লিগের ইতিহাসে গত মৌসুমে সবচেয়ে বাজে ফল (৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম) করার পর, এবার দলকে পথে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যামুরি। কিন্তু প্রথম মাসেই সব আশা ভেস্তে যেতে বসেছে। আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে পরাজয়ে মৌসুম শুরুর পর, ফুলহ্যামের সঙ্গে...