আগামীকাল মহালয়া। এই দিনটিকে সাধারণভাবে আমরা পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানোর দিন হিসেবে জানি। তবে সময়ের সঙ্গে সঙ্গে লোকরীতির হাত ধরে এই দিনে যোগ হয়েছে দুর্গাপূজার ছোঁয়া। কিন্তু প্রশ্ন হলো, মহালয়ার সঙ্গে দুর্গাপূজার সত্যিই কি কোনো সরাসরি সম্পর্ক আছে?চলুন তার আগে জেনে নিই মহালয়া কী।মহালয়া আসলে কী?মহালয়া হলো এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ— যেখানে পিতৃপক্ষ (পূর্বপুরুষদের তর্পণের সময়) শেষ হয় এবং দেবীপক্ষ (দেবী দুর্গার আরাধনার সময়) শুরু হয়। ভাদ্র মাসের পূর্ণিমার পরদিন থেকে শুরু হয় পিতৃপক্ষ, আর তা শেষ হয় অমাবস্যায়, অর্থাৎ মহালয়ার দিন।দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, জেনে নিন সময়সূচিএই দিনে গঙ্গাস্নান করে, পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ড ও জলদান করে তাদের স্মরণ করা হয়। একে বলা হয় ‘তর্পণ’। বিশ্বাস করা হয়, এই দিনে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসেন তাদের প্রিয়জনদের দেখতে। তাই তাদের শান্তি ও...