বাংলাদেশ শেষ ম্যাচে যাদের সমর্থন দিয়েছিল, আজ তারাই প্রতিপক্ষ। তবে গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে হারের ক্ষত আছে বাংলাদেশের। তবে সুপার ফেরে তাদের হারিয়েই সেই দুঃখটা ঘোচাতেই চাইবে ফিল সিমন্সের শিষ্যরা। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এশিয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নতুন করে একটা জায়গা তৈরি করে নিয়েছে। তবে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে তেমনটা দেখা যায়নি। লঙ্কানদের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। ঠিকঠাক মতো লড়াইটাও করতে পারেনি লিটন দাসের দল। আজ দুবাইয়ের উইকেট বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই দারুণ করেছেন তিনি। বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম। গত...