‘‘আলোচনার মধ্যে আপনারা রাস্তায় নামলেন। আলোচনা চলমান থাকা অবস্থায় মাঠে আন্দোলন করা স্ববিরোধী। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েই তো আমরা আলোচনা করছি। আমরা আলোচনায় সমাধান চাই।’’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘তারুণ্যের রাষ্টচিন্তার তৃতীয় সংলাপ-মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন। অপর্ণ আলোক সংঘ এই আলোচনা সভার আয়োজন করে। পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘‘ঐকমত্য কমিশনে যদি ঐক্যমত পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধিবিধানসম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না। এ জন্য সময় দরকার, পর্যায়ক্রমভাবে যাওয়া দরকার। একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে...