বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আমার সাথে সাকিবের কথা হয়েছে। যখন কোয়াব রিফর্ম হচ্ছিল তখন কথা হয়েছে। বাইরে থেকে মনে হয় যে অমুকের সাথে তমুকের সম্পর্ক খুব খারাপ। বাস্তবে ওরকম কিছু না। এটা বলতে পারি, যত ক্লোজ আমরা ছিলাম ততটা নেই। তবে এরকম কোনো সম্পর্ক না, একজন আরেকজনকে দেখলে গুলি মেরে ফেলব, এ রকম না।’শুধু তামিমের সঙ্গে নয়। সাকিবের কথা হয়েছে তামিমের স্ত্রী সঙ্গেও। একই সঙ্গে বাঁহাতি ওপেনার এটিও জানিয়ে রাখলেন, সাকিবের বিপদে অবশ্যই তিনি এগিয়ে যাবেন।এই সমীকরণ মিললেই এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ!তামিম বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম তার পরিবার এসেছে আমাকে দেখতে। আমার স্ত্রীর সঙ্গে তার (সাকিবের) কথা হয়েছে। যদি এ রকম কোনো কিছু হয়, আমি চাই না হোক তবে যদি হয় তাহলে আমি আগে যাবো। কোনো কাজে যদি...