দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার ২০৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১০৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা। শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।আরো পড়ুন:সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স কোম্পানিপুঁজিবাজারে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে: ডিএসই চেয়ারম্যান সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স কোম্পানি পুঁজিবাজারে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে: ডিএসই চেয়ারম্যান সপ্তাহজুড়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৫০ শতাংশ। এর ফলে...