অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং AJA Bangladesh Limited এর যৌথ উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী ‘ISO 14001:2015 Environmental Management System (EMS)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ফাত্তাহ মো. ইসা, Trainer & Lead Auditor, AJA Bangladesh Limited। তিনি ISO 14001:2015 EMS-এর বৈশ্বিক মানদণ্ড, এর শিল্পক্ষেত্রে বাস্তব প্রয়োগ এবং পরিবেশবান্ধব ও টেকসই শিল্প পরিচালনায় এর গুরুত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। বিশেষত তৈরি পোশাক (RMG) খাতে পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থার (EMS) কার্যকর প্রয়োগ কিভাবে গ্লোবাল সাস্টেইনেবিলিটি নিশ্চিত করতে পারে, সে বিষয়ে তিনি শিক্ষার্থীদের ব্যবহারিক দিকনির্দেশনা দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে ISO 14001:2015 Environmental Management...