চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে ২৭ হাজার ৬৩৪ ভোটারের বিপরীতে নির্বাচনে অংশ নিতে ১ হাজার ১৬২ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯৩১ প্রার্থী। সে হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না ২৩১ শিক্ষার্থী। অন্যদিকে নির্বাচনের তফসিলে সামান্য পরিবর্তন করেছে কমিশন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে অংশ নিতে ৫২৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪২৯ প্রার্থী। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ১৫টি হলের মধ্যে ছেলেদের ১০টি ও মেয়েদের ৫টি হল থেকে ৬৩৫টি মনোনয়নপত্রের মধ্যে জমা পড়েছে ৫০২টি। যার মধ্যে ছেলেদের হল থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৪৫৫ জন কিন্তু জমা দিয়েছেন ৩৫৬ এবং মেয়েদের হল থেকে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫৪ জন, তবে...