সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, হারামাইন শরীফাইনের মুখপাত্র বলেছেন,বিশেষভাবে নকশা করা ৬ হাজার ১৭৮টি কুলারের (কনটেইনার) মাধ্যমে জমজমের পানি বিতরণ করা হয়েছে। মসজিদের বিভিন্ন প্রবেশপথ, বারান্দা, করিডোর ও নামাজের ফ্লোরে এই কুলারগুলো রাখা হয়, এতে মুসল্লিরা সহজেই জমজমের পানি পান করতে পারেন। প্রশাসনের দাবি, এসব কুলার এমনভাবে তৈরি যে তা পানি ঠান্ডা রাখার পাশাপাশি এর গুণগত মানও...