২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম জাতীয় ফুটবলের অধ্যায় শেষ হয়েছে বেশ আগে। ক্লাব ফুটবলেও ভালো যাচ্ছিল না সময়টা। শেষ পর্যন্ত পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার জেরোম বোয়াটেং। সামাজিক যোগাযোগ মাধ্য ইনস্টাগ্রামে শুক্রবার বিদায়ের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার। তবে তার দাবি, বাধ্য হয়ে নয়, মনের ডাক শুনেই ফুটবলকে বিদায় বলেছেন বায়ার্না মিউনিখের সাবেক এই তারকা। “দীর্ঘদিন ধরে খেলেছি, বড় বড় ক্লাবের হয়ে, আমার দেশের হয়ে। লম্বা এই পথচলায় শিখেছি, জিতেছি, হেরেছি, সব মিলিয়ে সমৃদ্ধ হয়েছি।” “ফুটবল আমাকে অনেক কিছুই দিয়েছে, তবে এখন সময় সামনে তাকানোর। সেটা এই কারণে নয় যে আমি বাধ্য হচ্ছি, বরং এই কারণে যে আমি এখন তৈরি। যে দলগুলি, সমর্থকেরা ও যে মানুষগুলি...