বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের আগে উরুতে ব্যথা অনুভব হওয়ায় নেইমার জুনিয়রকে ছাড়াই দল ঘোষণা করেছিলেন কোচ আনচেলত্তি। তবে সেই ব্যথা কাঁটিয়ে বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। এর মাঝে আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সান্তোস ক্লাব এক বিবৃতিতে নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। সান্তোস জানিয়েছে, নেইমারের চিকিৎসা শুরু হয়েছে, তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন নেইমার। এরপর মেডিকেল টেস্টে তার ডান উরুতে পেশির ইনজুরি ধরা পড়ে। আগামীকাল (রোববার) গুরুত্বপূর্ণ ক্লাসিকো ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস। ইনজুরির কারণে এই ম্যাচে নেইমার খেলতে পারবেন না। সান্তোসে ফেরার পর এটি নেইমারের তৃতীয় ইনজুরি। এর আগে প্রথমবার পাউলিস্তাও টুর্নামেন্টের নকআউট পর্বে করিন্থিয়ানসের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি তিনি।...