এশিয়া কাপে সুপার ফোরে জায়গা পেয়ে গেছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর পর নিশ্চিত হয়েছে টাইগারদের পরবর্তী রাউন্ড। তাতে অবশ্য সামনে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে। সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। তার ওপর বাংলাদেশকে খেলতে হবে টানা দুই দিন। যেমনটা সুপার ফোরে অন্য কোনও দলের ক্ষেত্রে ঘটছে না! সুপার ফোরের প্রথম ম্যাচে শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নামবে টাইগাররা, পরদিনই আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। এমন টাইট শিডিউলিংয়ে অবশ্য চিন্তিত নন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। এটাই সূচি। আমরা ট্রেনিং করবো এবং পরদিন খেলবো। আধুনিক ক্রিকেটে রিকোভারি, ডাটা,...