একটি সমাজের পরিচয় তার সংস্কৃতির ভেতরেই লুকিয়ে থাকে। সংস্কৃতিই বলে দেয় সমাজ কতটা উন্নত, সভ্য, আধুনিক ও মানবিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এখন সংস্কৃতির নামে চলছে বাহ্যিক চাকচিক্যের অসুস্থ প্রতিযোগিতা। একটি সমাজের পরিচয় তার সংস্কৃতির ভেতরেই লুকিয়ে থাকে। সংস্কৃতিই বলে দেয় সমাজ কতটা উন্নত, সভ্য, আধুনিক ও মানবিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এখন সংস্কৃতির নামে চলছে বাহ্যিক চাকচিক্যের অসুস্থ প্রতিযোগিতা। কেবল উৎসব, নাচ, গান বা বিনোদনকে সংস্কৃতি হিসেবে দেখা হচ্ছে। অথচ সংস্কৃতি বলতে বোঝায় মানুষের জীবযাত্রা, নৈতিকতা, মূল্যবোধ, আচরণ ও মানবিকতার সম্মিলিত প্রতিফলন। আজ আমরা এমন এক সময় পার করছি, যখন বিদেশী সংস্কৃতির ঢেউ আমাদের দেশীয় সংস্কৃতিকে গ্রাস করছে। আধুনিকতার নামে অন্ধ অনুকরণ আমাদের ঐতিহ্যকে ধ্বংস করছে। পোশাক থেকে শুরু করে আচার-আচরণ পর্যন্ত আমরা ভুলে যাচ্ছি।...