কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন দিনব্যাপী কনস্যুলার সেবা ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম চলে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর। টরন্টো থেকে কনসাল জেনারেল ফারুক হোসাইন ও তার দল ক্যালগেরিতে উপস্থিত থেকে কনস্যুলার সেবা দেন। পাসপোর্ট আবেদন ও নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) ছাড়াও অন্যান্য সেবার আওতায় তিনদিনে প্রায় ৬০০ প্রবাসী বাংলাদেশি সেবা নিয়েছেন। আয়োজনে ক্যালগেরির বাংলাদেশি কমিউনিটির সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। প্রায় ৩০০ কিলোমিটার দূরের এডমন্টন ছাড়াও আলবার্টার বিভিন্ন শহর ও কাউন্টি, পার্শ্ববর্তী প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া এবং যুক্তরাষ্ট্র থেকেও প্রবাসীরা কনস্যুলার সেবা নিতে ক্যালগেরিতে আসেন। দূরত্ব ও ব্যয়ের কারণে টরন্টো বা অটোয়া গিয়ে সেবা গ্রহণ করা অনেকের পক্ষেই সম্ভব নয়। অংশগ্রহণকারীরা জানান, সেবার গতি বাড়াতে ও ভোগান্তি কমাতে আরও কিছু বিষয়...