ফিল্ম ও টিভি তারকা আয়েশা ওমরের নতুন রিয়েলিটি শো ‘লাজাওয়াল ইশক’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তানের প্রথম ‘ভালোবাসা’ কেন্দ্রিক রিয়েলিটি শো হিসেবে প্রচারিত এই শো-এর প্রোমোটি প্রকাশের পর থেকেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কিছু ব্যবহারকারী এটিকে দেশিয় ‘লাভ আইল্যান্ড’ এর সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ শো'টিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। শো-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা প্রোমোতে দেখা যায় আয়েশা ওমর লাল গাউনে ভাসফোরাসের পাশে বিলাসবহুল ভিলায় দর্শকদের স্বাগত জানাচ্ছেন। প্রোমোতে অংশগ্রহণকারীদের—যারা মূলত অচেনা মুখ। অনলাইনে প্রতিক্রিয়া ছিল তীব্র ও বিতর্কিত। একজন ব্যবহারকারী শো-এর ফর্ম্যাটকে 'কিউপিডের ক্যাশ গ্র্যাব' হিসেবে আখ্যায়িত করেছেন, আবার একজন লিখেছেন, সামান্য অপরাধ করা এক জিনিস, আর তা প্রকাশ্যে দেখানো অন্য জিনিস। কিছু লজ্জা থাকুক। একই সময়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর একাংশ...