শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় রেজিস্ট্রেশন কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এসময় নতুন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এবং ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান হয়। দিনভর ক্যাম্পাস জুড়ে ছিল নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। ক্যাম্পাসে সক্রিয় ২৩টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে সাজায় রঙিন স্টল। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ/ ছবি: সংগৃহীত অনুষ্ঠানে শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো আরফান আলী, ছাত্র নির্দেশনা পরিচালক অধ্যাপক...