গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের গতি। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স। বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থান দখল করেছে এই আর্থিক প্রতিষ্ঠানটি। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩০৬টির। এছাড়া ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় সাড়ে চারগুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে। এমন পতনের বাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে প্রাইম ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮০ পয়সা বা ২৭ দশমিক ৫৯ শতাংশ।...