জেরুজালেমের গ্রীক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক (পাদরি) থিওফিলাস জিয়ানোপোলোস তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে একটি চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন। ৬৩৮ সালে মুসলিমদের জেরুজালেম বিজয়ের পর খলিফা হযরত উমরের সঙ্গে খ্রিস্টানদের যে চুক্তি হয় এটিই তারই প্রতিলিপি।প্রতিলিপিটি ফ্রেমে বাঁধিয়ে তুরস্কে নিয়ে আসেন থিওফিলাস। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে জিয়ানোপোলোস এবং তার প্রতিনিধিদলকে স্বাগত জানান এরদোয়ান। তখন তিনি এরদোয়ানকে প্রতিলিপিটি উপহার দেন।জেরুজালেম উমরের কাছে আত্মসমর্পণের সময় বাইজেন্টাইন শাসনামলে শহরের খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সোফ্রোনিওসকে চুক্তিপত্রটি হস্তান্তর করেন। চুক্তিটি শহরের খ্রিস্টান জনসংখ্যা এবং তাদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। যার মধ্যে রয়েছে জেরুজালেমের পবিত্র সমাধির চার্চ এবং বেথলেহেমের জন্মের ব্যাসিলিকা। এ ছাড়া খ্রিস্টানরা বিজয়ী জেরুজালেমে কী সুবিধা পাবেন, তাদের দায়িত্ব কী হবে তাও চুক্তিতে উল্লেখ রয়েছে।প্রসঙ্গত, বিজয়ের পর জেরুজালেমবাসীর দাবি অনুযায়ী হজরত ওমর (রা.) পায়ে...