স্লোগান পারে ইতিহাস বদলে দিতে, পারে অশ্রু ভেজা রাতকে পরিণত করতে বিজয়ের প্রভাতে। মানুষের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ, স্বপ্ন আর মুক্তির আকাঙ্ক্ষা একসময় স্লোগান হয়েই ঝড় তোলে রাস্তায়, শহরে, গ্রামে। স্লোগান—একটি শব্দ, কিন্তু তার প্রতিধ্বনি পারে ইতিহাস বদলে দিতে, পারে অশ্রু ভেজা রাতকে পরিণত করতে বিজয়ের প্রভাতে। মানুষের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ, স্বপ্ন আর মুক্তির আকাঙ্ক্ষা একসময় স্লোগান হয়েই ঝড় তোলে রাস্তায়, শহরে, গ্রামে। ১৯৫২ সালে খাজা নাজিমউদ্দিনের ঘোষণা—"উর্দুই হবে রাষ্ট্রভাষা”—শুকনো কাঠে আগুনের মতো ছড়িয়ে দিয়েছিল প্রতিবাদের ঢেউ। রাজপথ কেঁপে উঠেছিল "রাষ্ট্রভাষা বাংলা চাই” ধ্বনিতে। শাসকের কাঁপা কাঁপা সিংহাসনের সামনে উচ্চারিত হয়েছিল "নাজিম-নূরুল দুই ভাই, এক দড়িতে ফাঁসি চাই”। ২১ ফেব্রুয়ারি বসন্তের হাওয়ার সঙ্গে মিশে গিয়েছিল রক্তের গন্ধ। সেখান থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার স্লোগানের পথচলা। এরপর ১৯৭১—বাঙালির রক্তজাগানিয়া...