‘দ্বিতীয়ত, প্রিন্ট আউট ছবি। বিশ্বের প্রায় সব নির্ভরযোগ্য আলেম এ ব্যাপারে একমত যে, প্রিন্ট আউট ছবি হারাম। তবে শরিয়াহসম্মত প্রয়োজন হলে জায়েজ হবে। যেমন পাসপোর্টের জন্য ছবি তোলা, এনআইডি কার্ডের জন্য ছবি তোলা ইত্যাদি। অতএব টাকায় প্রাণীর ছবি দেওয়া হারাম হবে। তবে প্রাণীর ছবি ছাড়া অন্যান্য প্রাকৃতিক দৃশ্যের ছবি দেওয়া যাবে।’টাকায় বাণী ব্যবহারইসলামি এই স্কলার বলেন, ‘বাণী ব্যবহারের ক্ষেত্রে বিধান হলো, সুন্দর এবং শিক্ষণীয় বাণী ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। তবে, সেই বাণী অনৈতিক ও অনৈসলামিক কোনো কিছু প্রমোটকারী না হতে হবে।’টাকায় প্রাণীর ছবি থাকলে সেই টাকা পকেটে নিয়ে কি নামাজ হবে?মুফতি আব্দুর রহমান আরও বলেন, ‘টাকায় প্রাণীর ছবি থাকলেও সেই টাকা পকেটে নিয়ে নামাজ পড়া যাবে। এতে নামাজের কোনো ক্ষতি হবে না।’সূত্রবোখারি : ৫৯৫১, মুসলিম : ২১০৮, আল ফাতহুর...