বড় এক শোকের মধ্যেই এশিয়া কাপে সুপার ফোরে মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রাতে মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বাবা। সেসময় আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন এই ২২ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার। ওই ম্যাচের পরই ভেল্লালাগেকে বাবার মৃত্যুর খবর জানানো হয়। এরপর দ্রুততম ফ্লাইটে তিনি কলম্বো ফিরে যান। শুক্রবার রাতে দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডের সঙ্গে আবার আরব আমিরাতে ফিরেছেন ভেল্লালাগে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে আজ দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে খেলার জন্য প্রস্তুত ভেল্লালাগে। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে...