মামলার প্রস্তুতিতে শাহরুখ ছিলেন সরাসরি যুক্ত। রোহতগির ভাষায়, তিনি প্রাইভেট জেট ব্যবহারের প্রস্তাব করেছিলেন, যদিও তা গ্রহণ করা হয়নি। মুম্বাই ফিরে আইনজীবী দেখেন, শাহরুখ তাঁরই নিয়মিত হোটেলে উঠেছেন। নিজের হাতে লেখা নোট, সাজানো যুক্তি—সব কিছু নিয়েই আলোচনায় বসেছিলেন তিনি। পরে বোম্বে হাইকোর্টে শুনানি হয় এবং আরিয়ান জামিন পান। সেই ঘটনায় প্রায় তিন সপ্তাহ জেলে কাটাতে হয়েছিল আরিয়ান খানকে। প্রথমে সতীশ মানেশিন্দে, পরে অমিত দেশাই তাঁর হয়ে লড়েছিলেন। হাইকোর্টের পর্যায়ে দায়িত্ব নেন মুকুল রোহতগি। শেষ পর্যন্ত আরিয়ান শুধু...