ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারার কারণে হানিয়া আমিরকে পাকিস্তান শোবিজ ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। তার ডিম্পলের (গালে টোল পড়া) কারণে সারাবিশ্বে তরুণ দর্শকের হৃদয় জয় করেছেন। লাস্যময়ী অভিনেত্রীর সৌন্দর্য সত্যিই দেখার মতো এবং এতে কোনো সন্দেহ নেই। তার মিষ্টি হাসি, প্রাণবন্ত অভিনয়, উজ্জ্বল ত্বক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে বিপুল জনপ্রিয় করেছে। হালকা ক্লিনজারহানিয়া তার ত্বকে জমে থাকা মেকআপ এবং ময়লা দূর করার জন্য মৃদু এবং হালকা ক্লিনজার ব্যবহার করে থাকেন। যা তার ত্বক থেকে প্রাকৃতিক তেল নষ্ট না করে ত্বকের রুক্ষতা দূর করে, নরম ও মসৃণ রাখতে সহায়তা করে। শিট মাস্কহানিয়ার উজ্জ্বল ত্বকের আরেকটি রহস্য হলো শিট মাস্কের ব্যবহার। নিয়মিত এটি ব্যবহারে তার ত্বক নরম ও উজ্জ্বল করে। এছাড়া ত্বকের ভাঁজ কমিয়ে ত্বকের আর্দ্রতা...