পাবনার ঈশ্বরদীতে দুর্গাপূজা উপলক্ষে হতদরিদ্রদের সরকারি অনুদান দেওয়া হবে এমন আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল দাশপাড়া গ্রামের অন্তত ৩৬টি পরিবার থেকে এ টাকা নেয় প্রতারক চক্র। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা সরকারি অনুদান পাওয়ার আশায় সরল বিশ্বাসে দেওয়া টাকা ফেরত পেতে চাইছেন। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে অপরিচিত একজন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সূনীল চক্রবর্তীর মুঠোফোনে প্রতিটি মন্দির এলাকায় পাঁচ জন হতদরিদ্র পরিবারের জন্য অনুদান বরাদ্দ হয়েছে বলে জানান। সুনীল চক্রবর্তী বাঘইল দাশপাড়া গ্রামের শ্রী শ্রী বারোয়ারি মাতৃ মন্দির কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্রকে জানান, উপজেলা পরিষদ থেকে পূজা উপলক্ষে হতদরিদ্রদের নগদ ৪২০০ টাকা, চাল, ডাল তেলসহ বেশ কিছু সরকারি অনুদান দেওয়া...