এদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো দেয়া এক ফেসবুক বিবৃতিতে অলি ভারতের সমালোচনা করেন এবং নেপালের সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে কথা বলেন। বিবৃতিটি প্রকাশিত হয় গতকাল শুক্রবার, দেশটির সংবিধান দিবসে।তিনি লিখেছেন, ‘অবরোধ এবং দেশের সার্বভৌমত্বের ওপর উদ্ভূত চ্যালেঞ্জগুলো কাটিয়ে সংবিধান জারি করা হয়েছিল।’ তিনি ২০১৫ সালের অবরোধের কথা উল্লেখ করেন, যে অবরোধে ভারতের হাত ছিল বলে দোষারোপ করা হয়।২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নেপাল দক্ষিণ সীমান্তে তীব্র অবরোধের সম্মুখীন হয়। সেখানে জ্বালানি, ওষুধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ বহনকারী ট্রাকগুলোকে দেশে প্রবেশ করতে দেয়া হয়নি।এই অবরোধের নেতৃত্ব দেয়া হয় জাতিগত সংখ্যালঘুদের দিয়ে। ভারত সেই সময় নেপালে সরবরাহ বন্ধ করার কথা অস্বীকার করে বলেছিল, নেপালের দিকের নেপালি জনগোষ্ঠীই এই বাধা সৃষ্টি করছে। যদিও অলি তার পোস্টে স্পষ্টভাবে ভারতের নাম...