২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম ঢাকার ধামরাইয়ে ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় বের হলেই ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে টাকা উত্তোলন কারীদের । গত চার মাসে পৃথক ৪টি ঘটনায় প্রায় ৫২ লাখ ৪১ হাজার টাকা ছিনতাই হয়েছে। এতে ব্যাংক গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। সর্বশেষ গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বেইজ পেপার মিলের শ্রমিক এনামুল হক পাপ্পু তাঁর চাচা সফিকুলকে সঙ্গে নিয়ে ইসলামী ব্যাংক কালামপুর শাখা থেকে এক লাখ ৯০ হাজার টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি বড়াটিয়া এলাকায় পৌঁছলে একটি প্রাইভেট কারে র্যাবের কটি পরিহিত ৪ ব্যক্তি তাঁদের প্রাইভেট কারে তুলে নেয়। এরপর তাঁদের মারধর করে এক লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সুতিপাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। ভুক্তভোগী...