পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে উথলী গ্রামের আমোদ আলীর ছেলে খোকার সাথে হামজার গরু কেনা-বেচা নিয়ে বিরোধ হয়। এক সপ্তাহ আগে এ বিষয়ে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। এদিন সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যান হামজা ও তার ভাই মিন্টা। এসময় প্রতিপক্ষের ৮-১০ জন লাঠি...