শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিএফডিসিতে অনুষ্ঠিত আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার। বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াত দু'পক্ষের সাথেই আলোচনার সুযোগ রয়েছে। নাগরকি ঐক্যের সভাপতি বলেন, নির্বাচনের আরও পাঁচ মাস বাকি আছে। তাই, ভোটে অনেক ফ্যাক্টর হতে পারে,...