এই তো, বছরখানেক আগেও আমির কালিম ভেবেছিলেন, তার খেলোয়াড়ি জীবন শেষই। বয়স তখন ৪২ পেরিয়ে গেছে। কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করে সাফল্যের দেখাও পেয়েছেন ততদিনে। তার কোচিংয়ে থাইল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ডিভিশন-২ এশিয়ান বাছাইয়ে শিরোপা জিতেছে ওমান। কে জানত, নিয়তি তার জন্য লিখে রেখেছে গৌরবের নতুন অধ্যায়! ওমানের ক্রিকেটের বড় এক সঙ্কটের সময়ে কালিম আবার পায়ে জড়িয়েছেন প্যাড, হাতে তুলে নিয়েছেন গ্লাভস-ব্যাট। পুরোনো পরিচয়ে নতুন অধ্যায়ে দারুণ মাইলফলক গড়লেন তিনি এশিয়া কাপের ম্যাচে। ওমানের অলরাউন্ডার ভারতের বিপক্ষে আবু ধাবিতে শুক্রবার ৪৬ বলে ৬৪ রানের ইনিংস উপহার দিলেন ৪৩ বছর ৩০৩ দিন বয়সে। আইসিসির সব সদস্য দেশ টি-টোয়েন্টি মর্যাদা পেয়ে যাওয়ার পর বিচিত্র সব রেকর্ড নিত্যই হয় এই সংস্করণে। আন্তজার্তিক টি-টোয়েন্টিতে কালিমের চেয়ে বেশি বয়সে পঞ্চাশ ছোঁয়ার নাজির আছে যেমন আরও...