সংসদ নির্বাচন আর রোজার কারণে ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা ডিসেম্বরে এগিয়ে আনা হলেও, ‘জাতীয় কবিতা উৎসব’ আয়োজনে সময়ের পরিবর্তন হচ্ছে না। জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হানের কাছে জানতে চাইলে শনিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনি আমেজ থাকলেও বরাবরের মত ওই সময়েই ‘জাতীয় কবিতা উৎসব’ আয়োজন করা হবে। তিনি বলেন, “আমরা ফেব্রুয়ারি মাসের ১ ও ২ তারিখেই কবিতা উৎসব আয়োজন করব। এখন পর্যন্ত আমাদের এরকমই পরিকল্পনা রয়েছে। উৎসবের প্রস্তুতিও চলছে।” প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হাকিম চত্বরে বসে কবিতা উৎসবের আসর। দুদিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশ-বিদেশের কবি-সাহিত্যিকেরা।কবিতার বৃহত্তম এই ঐতিহ্যবাহী আয়োজন কেবল বাংলাদেশের নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এক অনন্য উৎসব; যা ইতোমধ্যে সারাবিশ্বে বিশেষ ‘মর্যাদা অর্জন করেছে’ বলে মনে করেন সাহিত্য সংশ্লিষ্টরা। গত শতকের আশির দশকে...