এশিয়া কাপে সুপার ফোরে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাম্প্রতিক পরিসংখ্যান, মাঠের চরিত্র ও দুই দলের আগের লড়াই—সব মিলিয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন পর্যন্ত হয়েছে ৯৮টি টি-টোয়েন্টি। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৪৮ বার, আর রান তাড়া করা দল জিতেছে ৫০ বার—মানে প্রায় সমান সমান। প্রথম ইনিংসে গড় স্কোর মাত্র ১৪৪। অর্থাৎ উইকেট তুলনামূলক ধীর, বড় রান তুলতে গেলে ধৈর্য ধরে খেলতে হয়। তবে এখানেই শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ২০২২-এর এশিয়া কাপে রেকর্ড রান ১৮৪ রান তাড়া করে জিতেছে ৪ বল হাতে রেখে। গ্রুপ পর্বে মুখোমুখি হওয়া ম্যাচে বাংলাদেশ ১৩৯ রানের বেশি তুলতে পারেনি। লঙ্কানরা সহজেই ৩২ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়। সেই হারের ক্ষত এখনও তাজা, যা আজকের ম্যাচে...