কুমিল্লার বুড়িচংয়ে একটি স্টিল মিলে চুরির অভিযোগে জয় কুমার সাহা (৩২) নামে এক যুবককে জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ওই মিলের তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- শান্ত, লিপু ও সজিব। স্থানীয় ও পুলিশের সূত্র জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে চোর ধরতে ওত পেতে ছিল কয়েকজন নিরাপত্তাকর্মী। এ সময় জয় কুমার সাহা মিলের ভেতরে প্রবেশ করলে তারা দুটি কুকুর লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে জয় মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর...