পৃথিবীর চারপাশে আরেকটি নতুন চাঁদের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। নাম দেওয়া হয়েছে ২০২৫পিএন৭। মহাকাশের বিচারে খুব দূরে নয়—পৃথিবী থেকে এর ন্যূনতম দূরত্ব মাত্র ৪৫ লক্ষ কিলোমিটার। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি ঠিক চাঁদের মতো উপগ্রহ নয়, আবার গ্রহও নয়। আকারে ছোট একটি গ্রহাণু, যা সূর্যের চারপাশে প্রদক্ষিণ করলেও পৃথিবীর কক্ষপথের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘোরে। এ ধরনের মহাজাগতিক পাথরখণ্ডকে বলা হয় কোয়াসি-মুন। ইতিপূর্বে পৃথিবীর অন্তত ছয়টি কোয়াসি-মুনের খোঁজ মিলেছিল। নতুন আবিষ্কার ২০২৫পিএন৭ যোগ হওয়ায় সেই সংখ্যা দাঁড়াল সাতটিতে। এই কোয়াসি-মুনটির ব্যাস মাত্র ৬২ ফুট—পৃথিবীর কাছে এখন পর্যন্ত আবিষ্কৃত কোয়াসি-মুনগুলির মধ্যে সবচেয়ে ছোট। তবে এটি টেলিস্কোপে দৃশ্যমান। সূর্যের চারপাশে প্রদক্ষিণকালে এর দূরত্ব পৃথিবী থেকে ৪৫ লক্ষ থেকে ৫ কোটি ৯৫ লক্ষ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করে। বিজ্ঞানীদের দাবি, অন্তত ৬০ বছর এটি পৃথিবীর সঙ্গী হয়ে থাকবে।...