চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক কোন্দলের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার বাসিন্দা মৃত খোদাবক্স মণ্ডলের ছেলে আনোয়ার মিন্টা মিয়া (৬০) ও তার ছোট ভাই হামজা আলী (৪৫) এই ঘটনায় তাদের আরেক ভাই রাজ্জাক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে আনোয়ার হোসেন মিন্টা ও হামজা, রাজ্জাক তিন ভাই গ্রামের ৭২ নং ব্রিজের কাছে কৃষি কাজ করছিলেন। নিহতদের স্বজনদের অভিযোগ, এসময় যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র, যেমন দা এবং হাসুয়া, দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একই সময়ে হামলাকারীদের আক্রমণে রাজ্জাকও আহত হন। স্থানীয় লোকজন রক্তাক্ত আনোয়ার হোসেন...