এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক বিতর্ক ঘিরে বড় ধরনের নাটক তৈরি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরে। ১৪ সেপ্টেম্বর ম্যাচের পর ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এতে ক্ষুব্ধ হয়ে পিসিবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি তোলে এবং এশিয়া কাপ থেকে সরে যাওয়ার হুমকি দেয়। ১৭ সেপ্টেম্বর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের আগে উত্তেজনা চরমে ওঠে। পিসিবি খেলোয়াড়দের স্টেডিয়ামে যেতে নিষেধ করে, কারণ সেই ম্যাচের রেফারি ছিলেন পাইক্রফট। তখন পর্যন্ত পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর আলোচনা চলছিল। এতে ম্যাচ শুরু হতে দেরি হয়। পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান নাজাম শেঠি সামা টিভিতে বলেন, ‘সিদ্ধান্ত তো নেওয়া হয়েই গিয়েছিল। তখন সবার মনোভাব ছিল, “জনমতের চাপে বয়কট করি। এশিয়া কাপ যাক জাহান্নামে, আইসিসিও যাক জাহান্নামে।” আমি সবসময় বলেছি আইন...