২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পিএম মাদারীপুর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হবিগঞ্জ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাকিব (২২)। তিনি সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে।আহতরা হলেন পাঁচখোলা এলাকার দবির বেপারীর ছেলে সোহান বেপারী, জীবন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার, শহিদুল সরদারের ছেলে মো. শুভ এবং নিরঞ্জন বাড়ৈর ছেলে অজিত বাড়ৈ। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায় দুটি মটর সাইকেল নিয়ে নৌকা বাইচ দেখতে গিয়েছিল নিহত রাকিব এবং আহত নাইম। বাড়ি ফেরার পথে হবিগঞ্জ ব্রিজের উপর দুই মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মারা যায় রাকিব।স্থানীয়রা আহতদের...