পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়নি। শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ায় ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এগুলো হলো রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। অপরদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়াসহ ৯টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোটদানে বিরত থাকে। ভোটাভুটির পর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমীর সাঈদ ইরাভানি সিদ্ধান্তটিকে ‘তাড়াহুড়া করে নেওয়া, অপ্রয়োজনীয় ও অবৈধ’ বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ইউরোপের প্রভাবশালী তিন দেশ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি আঘাত।...